Loading...

ধূসর নীল~

ধূসর  নীল~
 
কথা-অমিত
 
কথার শহরে জেগে থাকি তুমি আর আমি
অপেক্ষার রাত কেটে যায় প্রহর গোন তুমি
সময়ের ভীড়ে সময় তলিয়ে
অনুভুতি গুলো সাজিয়ে
অপেক্ষায় তোমার,বিস্মিত চোখের
আলোয় নিজেকে দেখি অন্য এক আমি
দিয়েছো রংধনুর মত রাঙিয়ে ।
শুকনো পাতার মত বাতাসে গা ভাসিয়ে
উড়ে যেতে ইচ্ছে করে তোমার নীড়ে
থাকব না থেমে দুরত্ব নিয়ে
দিগন্ত পেরিয়ে হারাব দুজনে
পাখিদের মত করে অন্য এক ধূসর নীলে ।

(2015)

I dedicate This Poem to নিঝুম । Thanks for Being my Love.

Liked or faved by...



Top