Loading...

Concubine

Heard that, Franklin Roosevelt had four concubine. In history page Chinese Emperors had that practice. However, are they honored as human?

শুনেছিলাম, ফ্রাংলিন রুসভেল্ট সাহেবের নাকি চার জন রক্ষিতা ছিল। ইতিহাস পাতায় চায়না সম্রাটেরাও রাখতেন রক্ষিতা। কিন্তু তারা কি মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়া?
 
 
রক্ষিতা
তার নামের পাশে অবলা বেমানান
পুরুষ শাসিত সমাজে তার অধিকার সমান
অবয়বে আজ তার বর্মের বেড়াজাল
বিনোদিনী মোহে মাতে খ্যাতিমান ন্যায়পাল
কোলাহল উৎসবে বিরহী বণিতা —————— ——রক্ষিতা।।
 
জ্যোতির্মন্ডলে অবহেলিত সে উল্কা সদৃশ
গৃধিনী বাগিচা মাঝে জাগ্রত আশীবিষ
ইন্দ্রনীলা খচিত হীরা দেবদাসী
রক্তপানে মাতাল শত্রু সর্বনাশী
প্রতিনিয়ত সন্দেহ বাজায় সতর্ক বারতা —————-রক্ষিতা।।
 
প্রাসাদ প্রাচীরে বন্দিজীবনে মুক্ত পরিধি
অন্যায় সাথে প্রয়োজনে রচে ন্যায়ের সমাধি
কাজল মাখে যে হাতে, সেই একই হস্তে খুন
নির্দেশিত নষ্টপথে বীরাঙ্গনার আগুন
গোপনীয় রাখে পরিচয় তার প্রেমিক কিংবা পিতা——রক্ষিতা।।
 
মানবী নয় সে মানুষরূপী মৃত্যুর হাতিয়ার
তথ্য ফাঁসে জীবনে ঘটবে যমের অবতার
ক্ষমতা লোভীর মুকুট পার্শ্বে অতন্দ্রপ্রহরী
সম্ভ্রমহারা শোণিত বস্ত্রে সম্মান অশরীরি;
বিকৃত রুচি আলিঙ্গনে বিবেকের বৈরিতা ————-রক্ষিতা।।
 
অবদানে নেই সাধুবাদ; তবু – অতুলনীয় সততা
নির্যাতীত সে – প্রতিবাদী নয়; -রক্ষিতা।।
 
(কবিঃ নীহারিকা)

(2010)

Other works by Ahmed Shamim...



Top