Loading...

Phantasm-1

I am the only shadow who can murder fugitives, I am the Phantasm.

দু’ধরণের চরিত্র একে অন্যের বিপক্ষে অবস্থান করে। তারা হয় অত্যাচারী – অত্যাচারিত, বিজয়ী – পরাস্ত, শিকারী – শিকার , পুঁজিবাদী – দরিদ্র, সব মিলিয়ে অপছায়া – ফেরারী। একজন তাড়ায় অন্যজন তাড়া খেয়ে ফেরে, একজন হুমকি দেয়, অন্যজন চালাকী করে বাঁচে। তারা দু’জনই চায় তাদের নিজেদের মত সমাজে আধিপত্য রাখতে।

অপছায়া-১  

প্রহসন দেয়াল ছিদ্র করে আমি দেখলাম
তুমি আড়ালে অন্য কেউ
ব্যবধান যতটুকু দুরত্ব করে – ততটুকু নও
আমি সরে এলাম
সত্যটা এখন আমি জানি।।

প্রহসন দেয়ালে ছিদ্র রয়ে গেল
তুমি আড়ালে দেখলে – আমি ভিন্ন কেউ
তোমার পেছনে তাড়া করে ফেরা অপছায়া
সত্যটা তুমিও জানো।।

প্রহসন দেয়াল অদৃশ্য
আমার কপালে বন্দুক নল
তুমি ক্ষমা করবে না
অপছায়ারা ফেরারী হয় না।।

সমাপ্তি লগ্নে বাঁকা হাসি ঠোঁটে
তোমাকে আমার নিঃশব্দ আহ্বান—-

“আমি চাই না ব্যবধানে তুমি শেষ হয়ে যাও
আমি চাই না তুষার ঝড়ে তুমি হারিয়ে যাও
আমি চাইনা তোমার মিথ্যাচার মুখোশ
ভালবেসেছি আমি —- এটাই কি দোষ?”

(কবি : নীহারিকা)

(2009)

There are two characters always against of each other. They could be oppressor and victim, winner and loser, predator and prey, capitalist and pauper, as a whole Phantasm and Fugitive. One haunts, other flees; one threats, other play tricks. Both wants to dominate but they have their own rules.

#CardiacPronunciation

Other works by Ahmed Shamim...



Top