Caricamento in corso...

Silver Lining

How long you nurture your infatuation as your pet?

রূপালী অন্তঃমিল
 
 
রূপালী তন্দ্রা আলোয় হৃদয় তোমার নীল
রূপালী হাসির প্রহসনে কেঁদে যায় অনাবিল
তোমার নয়ন রূপোর কাঠির স্পর্শ নিয়ে শিথীল
রূপালী চাঁদের রূপের কাছে, তোমার অন্তঃমিল।।
 
ঝর্ণাধারা বুঝবে না কথার থমকে যাওয়া
দ্বি-প্রহরের সন্ধিক্ষণে ফেরারী বাদুর হওয়া
হরিণ বনে বিধুর গাহন জোনাকী পোকার ঝিল
রূপালী চাঁদের রূপের কাছে, তোমার অন্তঃমিল।।
 
রক্তপ্রাণে শিউরে উঠে জমাট বাঁধা ঢেউ
বাস্তবতার ছায়াতলে স্বপ্ন রাঙা কেউ
ফিরল না – আজো ফিরে আসে না – অপরূপা গাঙচিল
রূপালী চাঁদের রূপের কাছে, তোমার অন্তঃমিল।।
 
চন্দ্র জানে তোমার নীলে চন্দ্রিমা রূপালী
দূরের ডাকে হাতড়ে বেড়ায় স্বার্থরা খেয়ালী
পথ হারানো প্রেমিক খোঁজে হাসনাহেনার মিছিল
রূপালী চাঁদের রূপের কাছে, তোমার অন্তঃমিল।।
 
যারে চাও সে যে রূপালী নয়, অগ্নি আঁধারে নীল
তার সাথে দাও রূপকথা আর চাঁদের অনন্তমিল।।
 
 
(কবিঃ নীহারিকা)

(2009)

Altre opere di Ahmed Shamim...



Top