Loading...

The Climax-1

When your sniffs turns into your jeopardy.

এক বৃদ্ধ রাজদ্রোহীকে পাহারায় রাখা হয়েছিল এক অল্প বয়স্ক মহাবীরের কাছে। মহাবীর তার ক্ষমতাকে এত উন্নত জানতো যে তার সামনে বৃদ্ধ বন্দীকে তুচ্ছ মনে করছিল। আর বৃদ্ধ রাজদ্রোহী ঠিক এটাই চাইছিল।
 
 
 
সংকটে -১
 
 
আমি প্রহরী
আর কারাগারে বন্দী রাজদ্রোহী
প্রায় ত্রিশোর্দ্ধ তার বন্দি জীবন – আমি শৈশব হতে শুনেছি;
আজ আমি পাহারায়-
রাজাধিরাজ আমাকে সদ্য নিয়োগ দিয়েছেন
সহস্তে তরবারি তুলে দিয়েছেন
মণিমুক্তার মালা পরিয়েছেন
“যুদ্ধ পারদর্শী”, বলে ভূষিত করেছেন
মহাকবি – গুণীশিল্পী স্তুতি পাঠ করেছেন
গজগামিণী বেষ্টিত আমার ক্ষুদ্রাত্মাকে
উন্নত পরিবেশনে তুষ্ট করেছেন।।
 
আমি প্রহরী
নির্ঘুম আমার চোখ – প্রতি নিশ্বাস আমি সন্দেহে রাখি
আমি কড়া পাহারায় রত,
আমার খ্যাতি স্বর্গত পিতার নিকট নজরানা দেয়
মাতার প্রার্থণায় মন্দিরা বাজে মন্দিরে
প্রতিবেশী আর বান্ধবেরা গর্ব-কথা ছড়ায়।।
 
আমি প্রহরী
নিঃসন্দেহে আমি সেরা – যুদ্ধপ্রান্তরে আমি দুর্ধর্ষ সিংহ
আমার তান্ডবলীলায় ভূপাতীত সহস্র শত্রুপ্রাণ
 
তবে এখানে কেন আমি?
দুর্বল বৃদ্ধকে পাহারায় কেন মহাবীর?
 
ঐ যে বাইবেল স্তবক পাঠ করে চলেছে সে
নিঃশব্দ জীবন – নিস্তেজ প্রাণ
সাদা চুলে কুঁচকানো চর্মে চঞ্ছলতা – মৃত;
একটি ধমকেই যেন শ্বাসরুদ্ধ।।
 
আমি প্রহরী
তন্দ্রালু মনে কৃতিত্ব ভাবি-
বৃদ্ধের ভালে করুণাই যথেষ্ট!
 
সহসা-
ঘুমের কপাট খুলল
আমি প্রহরী বেষ্টিত – “রাজদ্রোহী পলাতক!
——————————-রাজদ্রোহী পলাতক!”
 
কোন কৃতিত্ব আমায় জীবন ভিক্ষা দেবে না
কেউ গর্দান হারাবে বলে সুপারিশ করবে না
জল্লাদ খড়গ তলে – বুঝেছি তারতম্য;
যার পাহারায় ছিলাম-
—————————-তিনি রাজা
—————————-আর আমি প্রহরী।।
 
(কবি : নীহারিকা)

(2009)

Once an old Rebel was guarded in the prison by a young stong soldier. The soldier was so bragged of his power that he sniffes the old prisoner could not do anything. However, the old waited for this.

#CardiacPronunciation

Other works by Ahmed Shamim...



Top