Loading...

New People

For All New Born Babies.

একদিন এক নতুন শিশুর জন্ম হল আর অনেকেই নতুন মুখ দেখতে এলো। কিন্তু শিশুটি কেঁদে উঠল যখন সে অন্যান্য অচেণা পুরান মুখ দেখতে পেল। কেন কাঁদল শিশুটি? সে কি ভেবে দেখল যে একদিন সে বুড়ো হয়ে যাবে? কে জানে? নতুন শিশুই হল আশা যাকে পুরানো রীতি মেনে জয় ছিনিয়ে আনতে হবে। আবার সেই বিজয়ী হবে পূরানো কোনো আদর্শ যাকে দেখে নতুন কেউ উজ্জীবিত হবে আশাটাকে সামনে নিয়ে যাবে।এই তো নতুনের তরে পূরানো খেলা।

নতুন মানুষ

অন্যদিনের নতুন মানুষ নতুন ছবির ফ্রেমে
অন্য কোথাও ঘুমিয়ে আছে সুপ্ত আশার প্রেমে।
এদিনেরই পুরানো মানুষ জীর্ণ কাঁথা নিয়ে
সাজিয়ে তোলে ছোট্ট নিলয় ভালবাসা দিয়ে।
নতুন মানুষ! নতুন মানুষ! নতুন জগৎ দেখো
অন্য আরেক নতুন দিনের – নতুন ছবি আঁকো।

চিড় ধরেছে শুকনা মাটির শুকনো পাতা ছুঁয়ে
আকাশ থেকে বৃষ্টি নামে মেঘের অশ্রু বেয়ে;
একই রকম হরেক রকম আয়োজনের মাঝে,
নতুন মানুষ পুরানো রীতির নতুন স্বপ্নে সাজে;
পুরানো মানুষ পুরানো সানাই আবার বাজায় ভোরে
নতুন মানুষ পুরানো হবে – রাখবে কি কেউ ধরে?
নতুন মানুষ! নতুন মানুষ! নতুন জগৎ দেখো
অন্য আরেক নতুন দিনের – নতুন ছবি আঁকো।

দ্বন্দ্ব কেন কেউ জানে না পুরানো নতুন জন
কেউ জানে না কোথায় জনম – কোন ক্ষণে মরণ;
পুরানোকে নতুন করার ব্যর্থ আশায় ছুটে
নতুন পুরান মানুষগুলো অন্য কোথাও জুটে;
দিন ফুরিয়ে অন্য দিনের নতুন পুরান খেলা
নতুন মানুষ – পুরানো মানুষ একটি সুতোর মালা।।
নতুন মানুষ! নতুন মানুষ! নতুন জগৎ দেখো
অন্য আরেক নতুন দিনের – নতুন ছবি আঁকো।

(কবি : নীহারিকা)

(2006)

A new baby was born and the others came to see the new face. The baby cried when it see the other unknown Old faces. Why did it cry? For thinking it will become old someday? Who knows? But the New baby is the hope who will follow the old rules and snatch the trophy of winning. Again the winner will be an idol and some one new will follow to run the hope. That’s the Old game for the new.

#CardiacPronunciation

Other works by Ahmed Shamim...



Top