Loading...

Sorry! My Poems

Do Muse; but never Bemused.

কোন কালের কোনো এক কবি পড়েছিল প্রেমে কোনো এক সুহাসীনি মোহিনী ললণার। সেই মোহে বহুকাল আর কবিতা লেখা তার হয় না। যতদিন প্রেম গাঢ় হয় তত কবিতার ছন্দ হারায়। আর এভাবেই সেই কবি ললণার প্রেমের কাছে পরাস্ত হয়ে বিসর্জন দেয় শাশ্বত কবিতামালা।

দুঃখিত কবিতা

দুঃখিত কবিতা—
নির্জন প্রহরে আর ডাকবো না
তোমার অবয়বে প্রতিনিয়ত আমার উশৃংখল আচরণ
এখন অন্য কেউ নিয়ে গেছে।।

দুঃখিত কবিতা—
কলম ছুরিতে তোমার কপালে রক্ত-সিঁদুর ঝরাবো না
সন্ধাকাশের উপাদান দেখে আমার ভ্যাবসা স্বপন
আজ অন্যের দৃষ্টিতে।।

দুঃখিত কবিতা—
তোমার সতীত্ব, মাতাল ভূপালীর সহবাসে অসতী হবে না
মানবীর ভালবাসা ধারণে আমি জড় অপদার্থ
আলিঙ্গনে তাই শিউরে উঠে অন্য কেউ।।

“ফিরে এসো”—বলো না কবিতা
তোমায় ভালবেসে যুগান্তরের কবি আসবে
মৃত্তিকা মঞ্চে সম্ভাষণ জানাবে
মহাকালকে অবজ্ঞা করে একদিন – বিষপাত্র ওষ্ঠাগত করবে।।

দুঃখ পেও না কবিতা—
আমি ধরণী সন্তান
আমার হৃদয়ে মাটি
অমরত্বের চিরহরিৎ মুকুট আমায় সইবে না
আমি মেটে সন্ন্যাসীনির ঠুনকো জীবনের খেলনা
আমি আজ থেকে তোমার কেউ না।।

তাই “দুঃখিত কবিতা”—
তোমায় আর লিখবো না
আমার সমাপ্তি অশ্রু - অরণ্যের এপিটাফে লিখে দিলাম।।

(কবিঃ নীহারিকা)

(2001)

Once upon a time, a poet fell in love to a sweet smiling woman. After his captivation of romance he stopped writing poetries. The deeper the love grew, the more he lost the rhythm. Thus the poet turned defeated to the womanish love and quit writing the great poems.

#CardiacPronunciation

Other works by Ahmed Shamim...



Top